ঢাকা: বিকেল থেকে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। বেলা যতই গড়িয়েছে, লোকজনের সমাগম ততটাই বেড়েছে মেলায়।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধের মধ্যে এবারের বাণিজ্য মেলা তার স্বাভাবিক চেহারা পায়নি। অজানা আশঙ্কায় মেলায় মানুষের সমাগম অনেক কম।
তবে শেষের দিকে মেলায় জনসমাগম বাড়তে পারে বলে আশা করেছেন মেলার স্টলের বিক্রেতারা।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে মেলা ঘুরে দেখা গেছে, ভোগ্যপণ্যের স্টলগুলোতে দর্শনার্থী ও ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি।
বিভিন্ন ব্র্যান্ডের আইসক্রিমের স্টলগুলোতে তরুণ-তরুণীদের প্রাণোচ্ছ্বল মিলনমেলাও ছিল বেশ লক্ষণীয়। তবে আসবাবপত্রের স্টলগুলোতেও ভিড় লক্ষ করা গেছে।
মিরপুর থেকে মেলায় এসেছেন শাহাদাত হোসেন ও নূরুন্নাহার আক্তার পিংকি নামে দুই ভাই-বোন। তারা বাংলানিউজকে বলেন, মেলায় এসেছি ঘুরতে আর আইসক্রিম খেতে। খুব ভালো লাগছে।
পরিবার নিয়ে মেলায় এসেছেন পুরান ঢাকা থেকে শশী খন্দকার। তিনি বললেন, শেষ মুহূর্তে মেলায় এসেছি। বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনবো। পছন্দ হলে কিছু ফার্নিচারও কিনতে পারি।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫