ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় কয়েক শত পোশাক শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে শ্রমিক পরিবার সহায়তা ফাউন্ডেশন।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার গাজীরচট এলাকার সালেহা সুপার মার্কেটে বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।



শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবায় অংশ নেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ডা. আয়শা সিদ্দিকি ও ডিএম শহিদুল ইসলাম।

শ্রমিক পরিবার সহায়তা ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক ছরোয়ার হোসেনসহ এসময় আরো উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবলীগ নেতা শাহাদৎ হোসেন খান, গাজীরচট এএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেন খন্দকার, স্থানীয় শিল্পপতি তাহের পাটোয়ারী, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল্লাহ মুন্সীসহ আরো অনেকে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।