ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টেক্সটাইল ও গার্মেন্টস্ মেশিনারি প্রদর্শনী শুরু ৪ ফেব্রুয়ারি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
টেক্সটাইল ও গার্মেন্টস্ মেশিনারি প্রদর্শনী শুরু ৪ ফেব্রুয়ারি

ঢাকা: ৪ দিনব্যাপী ঢাকা আর্ন্তজাতিক টেক্সটাইল ও গার্মেন্টস্ মেশিনারী প্রদর্শনী আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮ পর্যন্ত প্রদর্শনী চলবে।



রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীর আয়োজন করছে যৌথভাবে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশন (বিটিএমএ), চ্যান চাও ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড (তাইওয়ান) এবং ইওরকার্স ট্রেড এ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি (হংকং)।

বাংলাদেশসহ ৩০ দেশের ৮৮০ টির প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নেবে। নতুন টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারী, এ সংক্রান্ত প্রযুক্তি এবং যন্ত্রাংশ এতে স্থান পাবে।

এই প্রদর্শনীতে টেক্সটাইল ও গার্মেন্টস্ শিল্পের যাবতীয় মেশিনারী যেমন, স্পিনিং, উইভিং, নিটিং, ডাইং,প্রিন্টিং-ফিনিশিং-টেস্টিং, ওয়াশিং, এমব্রয়ডারি, সুইংসহ অন্যান্য প্রয়োজনীয় মেশিনারিজ ও যন্ত্রাংশের সর্বশেষ উদ্ভাবিত সংস্করণের সাথে পরিচয়ের সুযোগ থাকার পাশাপাশি মেশিন কেনারও সুযোগ থাকছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।