ঢাকা: চলমান সহিংসতা বন্ধ না হলে মোট অভ্যন্তরীণ দেশজ উৎপাদনের (জিডিপি) লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নেতাদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ আশঙ্কার কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, সাধারণত সেকেন্ড কোয়ার্টার রিপোর্টের পরে জিডিপি’র লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করা হয়। সংসদের চলতি অধিবেশনে সেকেন্ড কোয়ার্টার রিপোর্ট উত্থাপন করা হবে। এরপর জিডিপি পুনর্নির্ধারণ শুরু হবে।
জিডিপি’র লক্ষ্যমাত্রা কমবে কি-না সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, লোকজন কাজ করতে পারছেন না। কাজ না হলে দেশের উন্নয়ন হবে কি করে! জিডিপি কমবেই তো।
এজন্য খালেদা জিয়াকে ‘দেশের শত্রু’ আখ্যায়িত করে মন্ত্রী বলেন, একমাত্র স্টুপিড ছাড়া কারো পক্ষে দেশে ধ্বংসাত্মক কার্যক্রম চালানো সম্ভব না।
অর্থমন্ত্রী বলেন, খালেদা জিয়া দেশের একমাত্র নেত্রী নন। বিএনপিকে এ পথ থেকে বের করে নিয়ে আসার জন্য দলের অন্যান্য নেতাদের উচিত খালেদা জিয়াকে চাপ দেওয়া।
অর্থমন্ত্রী বলেন, বিএনপি সেনসিবল রাজনৈতিক দল, দেশের ক্ষতির কথা ভেবে তাদের সেনসিবল কর্মসূচি দেওয়া উচিত। কিন্তু বিএনপি স্টুপিড কর্মসূচি দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫