ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৯৭৯ কোটি টাকায় বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে গ্যাস লাইন

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
৯৭৯ কোটি টাকায় বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে গ্যাস লাইন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  ৯৭৯ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে ৬৬ কিলোমিটার গ্যাস পাইপ লাইন নির্মাণ করবে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল)।   এ অংশটুকু এর আগে প্রকল্প অন্তর্ভুক্ত হলেও তা সম্পাদন করা যায়নি।



‘ধনুয়া-এলেঙ্গা অ্যান্ড ওয়েস্ট ব্যাংক অব বঙ্গবন্ধু সেতু নলকা ট্রান্সমিশন ন্যাচারাল গ্যাস ইফিসিয়েন্সি’ প্রকল্পের আওতায় গ্যাস পাইপ নির্মাণ করা হবে। বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে ৩০ ইঞ্চি ব্যাসের ৬৬ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ করে দেশের ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হবে।  

ধনুয়া থেকে এলেঙ্গা পর্যন্ত ৩০ ইঞ্চি ব্যাসের ৫২ কিলোমিটার গ্যাস লাইন নির্মাণ করা হবে। অপরদিকে একই ব্যাসে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে নলকা পর্যন্ত ১৪ কিলোমিটার গ্যাস পাইপ লাইন নির্মাণ করা হবে।

এতে করে প্রকল্প এলাকায় বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা ও অন্যান্য কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা হবে বলে জানায় জিটিসিএল।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্য থেকে সরকারি খাত থেকে ৪৬৪ কোটি ৭২ লাখ এবং জিটিসিএল দেবে ৭ কোটি ৪৪ লাখ টাকা।   অপরদিকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) দেবে ৫০৭ কোটি।

প্রকল্পের আওতায় আনুষঙ্গিক কিছু কাজও করা হবে বলে জানায় জিটিসিএল। এর মধ্যে অন্যতম ৬টি নদীর তলদেশে হরিজেন্টাল ডিরেকশনাল ড্রিলিং(এইচডিডি)পদ্ধতিতে ৩০ ইঞ্চি ব্যাসের ২ কিলোমিটার পাইপ লাইনও স্থাপন করা হবে। ৩টি রেগুলেটিং অ্যান্ড মিটারিং স্টেশন(আরএমএস)স্থাপন করা হবে। ভূমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়নের কাজও করা হবে।

প্রকল্পটি গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা, টাঙ্গাইলের সখিপুর ও কালিহাতি, সিরাজগঞ্জের সয়দাবাদ, সিরাজগঞ্জ সদর, কামারখন্দ ও রায়গঞ্জে বাস্তবায়িত হবে।
 
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় ‘নলকা, হাটিকুমরুল-ঈশ্বরদী-ভেড়ামারা(৩০ ইঞ্চি ব্যাস সম্পন্ন ১০১) পর্যন্ত উচ্চচাপ গ্যাস সঞ্চালন পাইপলাইন’ প্রকল্পের একটি অংশ ছিল। কিন্তু কিছু প্রকল্প সংস্থানের অভাবে কাজটি এখনও পড়ে আছে। সেই লক্ষ্যে নতুন প্রকল্পের বাকি কাজ সম্পন্ন করার ‍উদ্যোগ নিয়েছে জিটিসিএল।

প্রকল্পটি মঙ্গলবার সকাল সাড়ে ৯টায়  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উঠানো হবে।

পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় একনেক সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য উঠানো হবে। একনেক কার্য তালিকার প্রথম স্থানে রাখা হয়েছে প্রকল্পটি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।