ঢাকা: বাংলাদেশে একটি তেল শোধনাগার স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের ব্যাপারে কুয়েতের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেছেন পরাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মন্ত্রী বলেছেন, কুয়েতের আর্থিক সহায়তায় বাংলাদেশে একটি তেল শোধনাগার নির্মিত হতে পারে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমাদ ইব্রাহিম আল-দাফায়রির সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী এ কথা জানান। মন্ত্রীর এ প্রস্তাবের প্রেক্ষিতে কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমাদ ইব্রাহিম আল-দাফায়রি বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় বাংলাদেশ-কুয়েত যৌথ কমিশনের দ্বিতীয় বৈঠকটি দ্রুতই ঢাকায় অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেছেন পরাষ্ট্রমন্ত্রী।
এরআগে, ২০১৩ সালের ১৮ জুন কুয়েত সিটিতে দুই দেশের মধ্যকার জয়েন্ট কমিশনের প্রথম মিটিং অনুষ্ঠিত হয়। প্রথম মিটিংয়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী খুব দ্রুতই ঢাকায় এর দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হবে বলে জানান।
বর্তমানে কুয়েতে প্রায় ২ লাখ বাংলাদেশির কর্মসংস্থান হওয়ায় এবং গত বছরের (২০১৪ সাল) জানুয়ারি থেকে পুনরায় সেখানে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ শুরু হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ককে অত্যন্ত চমৎকার হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমাদ উভয়েই বাংলাদেশ-কুয়েতি দূতাবাসে ডিফেন্স অ্যাটাশের দফতর আবারও খোলার মাধ্যমে ভবিষ্যতে এ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে মন্তব্য করেন।
রাষ্ট্রদূত জানান, কুয়েত সরকার বাংলাদেশের সঙ্গে সর্ম্পক সম্প্রসারণে সব সময় আগ্রহী।
তিনি পররাষ্ট্র মন্ত্রীকে কুয়েত সফরের আমন্ত্রণ জানালে পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনার আশ্বাস দেন।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫