ঢাকা: মাসব্যাপী শুরু হওয়া ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলার সময় প্রায় শেষের দিকে। এজন্য ২০ দলীয় জোটের হরতাল-অবরোধকে উপেক্ষা করেই মেলা প্রাঙ্গণে আসছে দর্শনার্থীরা।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁয়ে ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলার ৩৪তম দিনে সরেজমিনে এ চিত্র দেখা যায়।
দিনের আলো কমার সঙ্গে সঙ্গে বাড়ছে মেলায় ক্রেতার সংখ্যা। অনেকেই মেলায় এসেছেন পরিবারকে সঙ্গে নিয়ে। হরতাল-অবরোধকে উপক্ষো করেও রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসছেন অনেকে।
মিরপুর শেওড়াপাড়া থেকে নাসিম আহমেদ তার পরিবারকে নিয়ে এসেছেন বাণিজ্য মেলায়।
তিনি বাংলানিউজকে বলেন, হরতাল-অবরোধের কারণে বাসা থেকে বের হতে ভয় লাগে। তবুও মেলা প্রায় শেষের দিকে তাই পরিবারকে সঙ্গে নিয়ে মেলায় এসেছি।
মেলা প্রাঙ্গণের বেশ কয়েকজন দোকানি বাংলানিউজকে জানান, জানুয়ারি মাস চলে যাওয়ায় মেলায় ক্রেতার সংখ্যা কমেছে। কিন্তু হরতাল-অবরোধের অন্যান্য দিনের তুলনায় আজ মেলায় লোক সংখ্যা বেশি মনে হচ্ছে। মেলার শেষ পর্যায়য় তাই দর্শনার্থী বেশি।
মেলা প্রাঙ্গণে উপচে পড়া ভিড় না থাকলেও প্রতিটি স্টলেই রয়েছে ক্রেতাদের স্বাভাবিক ভিড়। চলছে কেনা-বেচা। অনেকেই ঘুরে ঘুরে দেখছেন পুরো মেলা প্রাঙ্গণ।
বাণিজ্য মেলায় ঘুরতে এসেছেন লাকী হোসেন। সঙ্গে রয়েছে তার ১৩ বছরের মেয়ে সুমাইয়া। তিনি উত্তরায় থাকেন।
লাকী বাংলানিউজকে জানান, এমনিতেই সময় পাওয়া যায় না। আর অন্যদিকে হরতাল-অবরোধ। মেয়ের স্কুল বন্ধ থাকায় মেলায় এসেছি। তবে অনেকটা ঝুঁকি নিয়েই মেয়েকে নিয়ে মেলায় এসেছি।
মেলার এক নম্বর প্রবেশ পথের দায়িত্বে থাকা ফয়সাল আহমেদ বাংলানিউজকে জানান, হরতাল-অবরোধের মধ্যে অন্যান্য দিনের তুলনায় আজ দর্শনার্থীদের সংখ্যা বেশি। এখন মেলা শেষের পথে, আর মাত্র ছয়দিন সময় রয়েছে, তাই দর্শনার্থী ও ক্রেতাদের সংখ্যা বাড়াটাই স্বাভাবিক।
মেলায় অনেকেই দুপুরে এসে কেনাকাটা শেষ করে দিনের আলো থাকতে থাকতেই রওনা হচ্ছেন বাড়ির উদ্দেশ্যে।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘন্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫