ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রতিষ্ঠিত হল ইইউ বিজেনেস কাউন্সিল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
প্রতিষ্ঠিত হল ইইউ বিজেনেস কাউন্সিল বাংলাদেশ

ঢাকা: ঢাকায় হয়ে গেলো নব প্রতিষ্ঠিত ইউরোপীয় ইউনিয়ন বিজনেস কাউন্সিসিল বাংলাদেশের (ইইউবিসিবি) প্রথম বৈঠক।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে এক বিবৃতিতে জানায় ইইউ-এর ঢাকা কার্যালয়।



বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন।

বৈঠকে অংশ নেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ঢাকাস্থ রাষ্ট্রদূত, মিশন প্রধান, বাণিজ্য উপদেষ্টা এবং ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা।

বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে সুদৃঢ় করাই সংগঠনটির মূল উদ্দেশ্য।

এক্ষেত্রে বাংলাদেশ ও এর উন্নয়ন সহযোগীদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করে তা উত্তোরণে কাজ করা হবে।  

এছাড়া ইইউবিসিবি ইউরোপীয়  ইউনিয়নের সদস্য দেশ ও তাদের ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নেও সহযোগিতা দেবে।

২৮ দেশের সমন্বয়ে গঠিত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সবচেয়ে বড় বাজার, যেখানে জিএসপি বা ইবিএ সুবিধায়  ইইউ-এর বাজারে  শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পায় বাংলাদেশি পণ্য।  

কিন্তু এই বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়ন এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি।

এসব বিষয়ের পাশাপাশি বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের শর্তাবলীর মধ্য থেকে বাংলাদেশে ইইউ বাণিজ্য সম্প্রসারণে কী কী সমস্যার মুখোমুখি হচ্ছে-সেগুলো নিয়েও আলোচনা হয়।

বৈঠকের আলোচ্য বিষয়গুলো  ২৭ ফ্রেবুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ইইউ যৌথ কমিশনের  বাণিজ্যিক প্রতিনিধি দলের বৈঠকে সরকারেরর  কাছে তুলে ধরা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet