ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জনবিরোধী নেত্রী বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, গত নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর ২০১৪ সালে দেশ বেশ স্থিতিশীল ছিল। কিন্তু ২০১৫ সালে অস্থিতিশীল হয়ে উঠেছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিন প্রদর্শনীর উদ্বোধনকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
প্রদর্শনীর উদ্বোধনকালে মুহিত বলেন, ১২তম এ প্রদর্শনীর ৬বারই আমি উদ্বোধন করেছি। টেক্সটাইল খাতে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। যদি এ খাত সঠিকভাবে এগিয়ে যেতে পারে তবে ভবিষ্যতে রপ্তানি আয়ে টেক্সটাইল খাত প্রথম হবে।
এজন্য ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করে টেক্সটাইল খাতকে এগিয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশের টেক্সটাইল খাতকে এগিয়ে নিতে দক্ষ শ্রমশক্তি, বন্দর, বিদ্যুৎ, পর্যাপ্ত জায়গা এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। এর মধ্যে সবগুলো সন্তোষজনক পর্যায়ে থাকলেও, রাজনৈতিক পরিস্থতি কিছুদিন পরপর অস্থিতিশীল হয়ে ওঠে। তাই দেশের উন্নয়নের স্বার্থে, জনগণের স্বার্থে, ব্যবসার স্বার্থে আমাদের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে আমাদের পোশাক রপ্তানি হয় ২৫ বিলিয়ন ডলারের বেশি। যার মধ্যে ১৬ বিলিয়ন ডলার ফেব্রিকসের অবদান। আমাদের দেশে ৩০ বিলিয়ন ডলারের ফেব্রিকসের চাহিদা রয়েছে। তাই আমরা যদি ফেব্রিকসে নিজেদের চাহিদা পূরণ করতে পারি তবে ভবিষ্যতে দেশের জিডিপি আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি তপন চৌধুরী বলেন, গত ১১ বছর ধরে আমরা এ প্রদর্শনীর আয়োজন করে আসছি। প্রতি বছই বিদেশি কোম্পানিগুলো এই প্রদর্শনীর প্রতি আগ্রহ দেখাচ্ছে।
তিনি বলেন, টেক্সটাইল ও গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের উৎপাদন খাতগুলোর মধ্যে অন্যতম। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮১ শতাংশ অর্জিত হয় এ খাত থেকে। এ খাতে প্রায় ৫ মিলিয়ন লোক কর্মরত রয়েছে। যার অধিকাংশ নারী শ্রমিক। বর্তমানে বাংলাদেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক পণ্য রপ্তানিকারণ দেশ।
তপন চৌধুরী আরও বলেন, আমরা মনে করি প্রয়োজনীয় অবকাঠামোর উন্নতি এবং গ্যাস ও বিদ্যুৎ চাহিদা পূরণের প্রয়োজনীয় নিশ্চয়তা পেলে আগামী ২০২১ সালের মধ্যে টেক্সটাইল ও ক্লথিং থেকে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয় অর্জন সম্ভব।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার দুপুর ১২টায় প্রদর্শনীটির উদ্বোধন করার কথা থাকলেও, অর্থমন্ত্রীর বিলম্বের কারণে বিকেল আড়াইটায় প্রদর্শনীর উদ্বোধন হয়।
তাইওয়ানের চ্যান চাউ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিডেট এবং হংকংয়ের ইয়র্কারস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেডের যৌথ সহযোগিতায় প্রদর্শনীর আয়োজন করছে বিটিএমএ।
প্রদর্শনী ও মেলায় ৩৩টি দেশের ৮৮০টি মেশিনারিজ প্রস্তুতকারক কোম্পানি অংশ নিয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ১৬টি হলে ১ হাজার ৬০টি বুথে বিশ্বখ্যাত সব ব্রান্ডের কোম্পানির মেশিনারিজ প্রদর্শিত হচ্ছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টেক্সটাইল ও গার্মেন্ট মেশিন প্রদর্শনী ও মেলা। মেলা দর্শনার্থীদের জন্য দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। তবে কোনো প্রবেশ ফি নেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫