ঢাকা: পৌনে ৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও অর্থপাচারের অভিযোগে ম্যাক্সিম ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সদস্য গোলাম মোস্তফার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) কমিশনের নিয়মিত সভায় এ মামলার অনুমোদন দেওয়া হয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, ২০১০ সালের ২১ ডিসেম্বর থেকে ২০১৩ সালের ২৬ ডিসেম্বর পর্য্ন্ত যমুনা ব্যাংক থেকে মোট সাত কোটি ৭৮ লাখ ২৪
হাজার পাঁচশ ৮১ টাকা তোলেন মো. গোলাম মোস্তফা। এছাড়া সন্দেহজনক লেনদেন, চোরাকারবার ও বিদেশে অর্থ পাচার করেন তিনি।
একইসঙ্গে এসব অর্থের প্রকৃত উৎস, অবস্থান ও মালিকানা গোপন করা হয়েছে বলেও জানানো হয়।
এসব অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০২ এর ৪ (২)(৩) ধারায় দুদক মামলাটির অনুমোদন দেয়।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫