ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেসিক ব্যাংকের বরখাস্তকৃত ডিএমডি মোনায়েমসহ ৪জনের বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
বেসিক ব্যাংকের বরখাস্তকৃত ডিএমডি মোনায়েমসহ ৪জনের বিরুদ্ধে মামলা

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেসিক ব্যাংকের বরখাস্ত হওয়া উপ-ব্যবস্থাপনা পরিচালক(ডিএমডি) এম এ মোনায়েমসহ চারজনের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রমনা মডেল থানায় চারটি এবং ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলাগুলো দায়ের করেছেন দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম।

মামলা দায়েরের পর বাদী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, মোনায়েমের বিরুদ্ধে রাজধানীর রমনা মডেল থানায় একটি এবং ভাটারা থানায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। রমনা মডেল থানায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে এজাহারে ৭৪ লাখ ৮০ হাজার টাকা অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। ভাটারা থানায় তার বিরুদ্ধে পৃথক মামলায় ৭৫ লাখ টাকার অভিযোগ আনা হযেছে।

এদিকে মোনায়েমের স্ত্রী শাহনাজ পারভীনের বিরুদ্ধেও ২ কোটি ৪ লাখ টাকার সম্পদ গোপনের অভিযোগ এনে রমনা মডেল থানায় পৃথক আরেকটি মামলা দাযের করা হয়েছে।  

এছাড়া বেসিক ব্যাংকের শান্তিনগর ব্রাঞ্চের সাবেক শাখা প্রধান মো: আলীর বিরুদ্ধে ২ কোটি ৫০ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভুত সম্পদের অভিযোগে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মো: আলীর পাশাপাশি তার স্ত্রী ইসমাত আলীর বিরুদ্ধেও ৭৫ লাখ টাকার সম্পদ গোপনের অভিযোগ এনে একই থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet