নারায়ণগঞ্জ: সদর উপজেলার ফতুল্লায় ক্যাডটেক্স নামে একটি পোশাক কারখানায় পিস রেটের শ্রমিকদের বেতন ভুক্ত করা নিয়ে অসন্তোষের জেরে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) ফতুল্লা কুতুবআইল এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত কারখানার ভিতরে শ্রমিকরা কর্মবিরতি ঘোষণা করে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
শ্রমিকরা জানান, ক্যাডটেক্স গার্মেন্টে ২৫ শ’ শ্রমিকের মধ্যে অধিকাংশই প্রোডাকশনে বা পিস রেট অনুযায়ী কাজ করে আসছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়াই কয়েকদিন ধরে মালিকপক্ষ প্রোডাকশন থেকে শ্রমিক নিয়ে বেতনভুক্ত করার চেষ্টা চালায়। এতে শ্রমিকরা মালিকের দেওয়া প্রস্তাব ৬৮০০-৭২০০ টাকা বেতন প্রত্যাখ্যান করে ৮ হাজার টাকা দাবি করেন।
কিন্তু কারখানার মালিক আকবর হোসেন কারখানায় না এসে তার ঝুট সন্ত্রাসীদের মাধ্যমে এ সমস্যা সমাধানের চেষ্টা করেন।
মালিক নিজে না আসা পর্যন্ত কোনো সমাধান হবে না এবং ঝুট সন্ত্রাসীরা শ্রমিকদের ওপর নির্যাতন চালালে কঠোর আন্দোলনের মাধ্যমে জবাব দেওয়া হবে বলেও জানান তারা।
এ বিষয়ে জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলে কারখানা মালিক আকবর হোসেনকে পাওয়া যায়নি। তবে কারখানার দায়িত্বশীল কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ সুপার (এসপি) মাহবুব আলম জানান, বিষয়টি নিষ্পত্তির জন্য ত্রিপাক্ষিক একটি বৈঠক করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুতই সমস্যাটির সমাধান হয়ে যাবে।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫