ঢাকা: ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সারাদিনেও জমে উঠছে না বলে বিক্রেতাদের অভিযোগ।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দিনের শুরু থেকেই মেলা প্রাঙ্গণে খুব কম দর্শনার্থী ছিল।
প্রতি বছরের মতো এবারো শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন। শুরুর দিকে কিছুটা জমে উঠলেও টানা হরতাল-অবরোধে কিছুটা চুপসে গেছে মেলার পরিবেশ।
মেলায় বেড়াতে আসা সম্ভু জানান, প্রতিবার পরিবারের সবাইকে নিয়ে মেলায় আসি। হরতালের কারণে ওরা বের হতে না চাওয়ায় একাই চলে এসেছি।
মোহাম্মদপুর থেকে আসা জেমি জানান, মেলায় আগের মতো এক্সক্লুসিভ পণ্য আর পাওয়া যায় না। তাই আগের মতো মেলায় আসা হয় না। তবে মেলায় জনসমাগম কম হওয়ার কারণ জানতে চাইলে হরতাল-অবরোধকে কারণ হিসেবে দেখান তিনি।
কিয়াম প্যাভিলিয়নের শরিফ বলেন, গতবার শেষ সময়ে ভিড়ের ঠেলায় অনেক কাস্টমারের সাথে কথা বলতেই পারিনি। এবার তো কাস্টমার’ই নেই। যারা
আসে বেশিরভাগ’ই দাম শুনে চলে যায়।
পাকিস্তানি প্যাভিলিয়নে কাপের্টের স্টলের রাজু বলেন, এবারের মেলা না জমায় আমাদের ব্যবসাও জমছে না। হরতাল-অবরোধে দেশের সবর্স্তরের মানুষের মতো আমরাও ভূক্তভোগী।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫