ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খালেদার বিরুদ্ধে বক্তব্য এক্সপাঞ্জ করলো এফবিসিসিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
খালেদার বিরুদ্ধে বক্তব্য এক্সপাঞ্জ করলো এফবিসিসিআই ছবি: নাজমুল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় ১০ মাস পাকিস্তানে আরাম-আয়েশে ছিলেন- এফবিসিসিআইর এক সদস্যের এমন বক্তব্য সঙ্গে সঙ্গেই এক্সপাঞ্জ করলো ব্যবসায়ীদের এ শীর্ষ সংগঠনটি।

এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদের নির্দেশে সংগঠনটির সহ-সভাপতি হেলাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে ওই বক্তব্য এক্সপাঞ্জ করেন।



বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এফবিসিসিআইর কনফারেন্স রুমে ‘সবার ওপরে দেশ’ শীর্ষক হরতাল-অবরোধ বিরোধী এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনটির এক সদস্য সবার সামনে ‘খালেদা জিয়া মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানে ভোগবিলাস করেছেন’ বলে মন্তব্য করেন।

সংগঠনটির অন্য নেতারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলেন, ব্যবসায়িক নেতারা কোনো রাজনৈতিক বক্তব্য দেবে না।

এফবিসিসিআই সহ-সভাপতি হেলাল উদ্দিন বলেন, আমরা ব্যবসা করতে চাই, রাজনীতি নয়। সুতরাং, এই আপত্তিকর বক্তব্য আমি এক্সপাঞ্জ করছি। সবাই এক আছি। আমরা কোনো জ্বালাও-পোড়াও চাই না।

প্রয়োজনে হরতাল-অবরোধ আইন করে বন্ধ করারও আহ্বান জানান তিনি।

এসময় এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি মনোয়ার হাকিম আলী, বিজিএমইএর প্রতিনিধিসহ প্রায় সব ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ব্যবসায়ী নেতাদের আরো কঠোর হতে হবে। তাদের প্রতিবাদী ভাষা কেবল জাতীয় পতাকা উত্তোলন বা জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet