ঢাকা: রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এস আসলাম আলম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি’২০১৫) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে তিনি এমন নির্দেশনা দেন।
এ সময় বিভাগের অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বিভাগের তরফ থেকে কঠোরভাবে খেলাপি ঋণ কমানোর নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে গুণগত মানের ঋণ দেয়ার ব্যাপারেও বলা হয়েছে। এ ব্যাপারে প্রধান নির্বাহীদের আরো দায়িত্বশীল হতে বলা হয়েছে।
উল্লেখ্য, ডিসেম্বর শেষে বিশেষায়িত খাতের বেসিক ও রাষ্ট্রীয় চার ব্যাংকের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৩ কোটি টাকা। হার দাঁড়িয়েছে ২২ দশমিক ২৩ শতাংশ।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫