ঢাকা: শুক্রবার ছুটিরদিনে ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা।
শেষদিকে বিভিন্ন পণ্যে ছাড় পাওয়া যাবে-এমন প্রত্যাশায় মেলায় ছুটে এসেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলানগরের বাণিজ্যমেলা প্রাঙ্গণে এমন চিত্রই দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, মেলায় পোশাকখাতে ১০ থেকে ৬০ শতাংশ, আসবাবপত্রে ১০ থেকে ১৫ শতাংশসহ প্রায় সব স্টলেই বিভিন্ন পণ্যে ছাড় দেওয়া হয়েছে। এজন্য স্টল ও প্যাভেলিয়নগুলোতেও রয়েছে ক্রেতাদের ভিড়।
বিকেল গরিয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা। ফলে জনসমুদ্রে পরিণত হয়েছে মেলা প্রাঙ্গণ। সেই সঙ্গে স্টলগুলোতেও চলছে বিকিকিনির ধুম।
এদিকে মেলায় প্রবেশের গেটগুলোতে দর্শনার্থীদের লাইন ধরে মেলায় ঢুকতে দেখা গেছে। তাদের ভিড় সামলাতে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে টিকেট বিক্রেতা ও দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের।
এ প্রসঙ্গে মেলার টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা ফয়সাল আহমেদ বাংলানিউজকে বলেন, এবারের মেলায় এটাই শেষ শুক্রবার। অফিস-কারখানা বন্ধ থাকায় মেলায় আসছেন ক্রেতা-দর্শনার্থীরা।
‘অন্যদিনের তুলনায় এজন্যই আজ মেলায় দর্শনার্থীদের চাপ বেশি’—যোগ করেন তিনি।
পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মেলায় এসেছেন আরফান সিদ্দিকী। সঙ্গে আছেন দুই সন্তান ও স্ত্রীও। হাতে বেশ কয়েকটি শপিং ব্যাগ।
আলাপকালে বাংলানিউজকে তিনি জানান, বাণিজ্যমেলা শেষ হয়ে যাচ্ছে। তাই শুক্রবার ছুটিরদিনে পরিবারকে নিয়ে এসেছি। সবাই মিলে একটু কেনাকাটা করে ও ঘুরে দিনটা পার করছি।
মেলার বিভিন্ন স্টলের বিক্রেতারা জানান, জানুয়ারি মাস শেষ হলেও মেলার সময় বর্ধিত করা হয়েছিল। তবে ৩০ দিন শেষ হয়ে যাওয়ার পর ক্রেতা চাপ কমে যায়। এখন বিভিন্ন পণ্যে মূল্য ছাড় দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫