ঢাকা: এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ গর্ভনরের পুরস্কার গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি’২০১৫) যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ফিন্যান্সিয়াল টাইমস’র প্রধান সম্পাদক ব্রায়ান ক্যাপলেন’র কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।
শনিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফএম আসাদুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশের আর্থিক খাতে সামাজিক ও পরিবেশবান্ধব অর্থায়নের তাগিদ অনুভব করি। এজন্য বিবিধ অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব অর্থায়নে আর্থিক খাতকে উদ্বুদ্ধ করি, যাতে স্থিতিশীলতা ও মূল্যস্ফীতির পরিমিতি নিশ্চিত রেখেও টেকসই প্রবৃদ্ধি জোরদার করা হয়।
গর্ভনর আরও বলেন, এই কৌশলের ফলেই বিশ্বে যখন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দাভাব চলছে তখন বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাত অনেকটাই স্থিতিশীল রয়েছে।
এসময় মনযিলা পলা উদ্দিন, রুশনারা আলী, এমপি, ঊর্ধ্বতন ব্যাংকার, শিক্ষাবিদ, সাংবাদিক ও এনআরবি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এরপর মধ্যাহ্নভোজের আগে দি ব্যাংকার সম্পাদক (এশিয়া অঞ্চল) স্টিফানিয়া পালমা’র সঞ্চালনায় নতুন ধারার কেন্দ্রীয় ব্যাংকিং: সামাজিক দায়বোধ প্রণোদিত অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে লন্ডন স্কুল অব ইকোনমিকসের এমেরিটাস অধ্যাপক লর্ড মেঘনাদ দেশাই, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: আবদুল হান্নান এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার অংশ নেন ।
চলতি বছরের ৫ জানুয়ারি লন্ডন থেকে প্রকাশিত দ্যা ফ্যাইন্যান্সিয়াল টাইমস-এর ব্যাংক ও অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে আতিউর রহমানকে ২০১৫সালের সেন্ট্রাল ব্যাংকার অব দ্য ইয়ার ঘোষণা করে।
৪ বছরের জন্য আতিউর রহমানকে ২০০৯সালের ১ মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। পরবর্তীতে আরও ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। গর্ভনরের ২য় মেয়াদ শেষ হবে ২০১৬ সালের ২ আগস্ট।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫/আপডেটেড-১৯৪০ ঘণ্টা