ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডব্লিউটিও’র মহাপরিচালকের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
ডব্লিউটিও’র মহাপরিচালকের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ঢাকা: বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক রবার্টো আজেভেদোর সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৈঠকে দোহা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে আলোচনা হয়।



শুক্রবার (৬ ডিসেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় দুই শীর্ষ নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে তোফায়েল আহমেদ স্বল্পোন্নত দেশগুলোর বাণিজ্য সম্প্রসারণে উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করার জন্য রবার্টো আজেভেদোকে ধন্যবাদ জানান।

তিনি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত মন্ত্রীপর্যায়ের বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর জন্য যে অগ্রাধিকারমূলক সুবিধা দেওয়ার কথা ছিল তা কার্যকরের ব্যাপারে নজর রাখার জন্য আজেভেদোকে অনুরোধ করেন।

এছাড়া ২০১৫ সালের জুলাইয়ের মধ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণে বাংলাদেশ ডব্লিউটিও’র সঙ্গে থাকবে বলেও বাণিজ্যমন্ত্রী জানান। শুল্ক ও কোটা মুক্ত বাজার চালুর সিদ্ধান্ত কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার ব্যাপারে জোর দেন তিনি।

মহাপরিচালক বালির সিদ্ধান্ত বাস্তবায়নের সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে বাংলাদেশকে আশ্বস্ত করেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet