খুলনা: দেশের বর্তমান সহিংস পরিস্থিতি থেকে উত্তরণ ও হরতাল-অবরোধ, নাশকতা বন্ধে খুলনায় ব্যবসায়ীরা জাতীয় পতাকা প্রদর্শন করে প্রতিবাদ জানিয়েছেন।
রোববার (৮ জানুয়ারি) দুপুরে সব ধরনের অর্থনৈতিক ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রেখে ১৫ মিনিটের জন্য পতাকা হাতে মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ীরা।
‘দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও’ স্লোগান নিয়ে এই বিশেষ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এতে সভাপত্বি করেন খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক।
ব্যবসায়ীরা বলেন, পেট্রল বোমায় জ্বলছে পণ্যবাহী গাড়ি, পুড়ে কয়লা হচ্ছে মানুষ। সেই সঙ্গে পুড়ছে উদ্যোক্তাদের স্বপ্ন। বাড়ছে হতাশা, কমছে বিনিয়োগ।
তারা আরও বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই বাধ্য হয়েই রাস্তায় নামতে হচ্ছে। আইন করে হরতাল-অবরোধ বন্ধ করতে হবে বলেও দাবি জানান খুলনার ব্যবসায়ীরা।
বাংলাদশে সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫