ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার(ঢাকা): দেশজুড়ে অব্যাহত রাজনৈতিক অস্থিতিশীলতার প্রতিবাদে ও গার্মেন্টস শিল্প রক্ষায় পোশাক কারখানার মালিক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারের আশুলিয়ায় সাদা পতাকা হাতে মানববন্ধন করেছে কয়েক হাজার গার্মেন্টস শ্রমিক।

রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে কলমা-আশুলিয়া সড়কের খেজুরবাগান এলাকায় রেডিয়্যান্স গার্মেন্টসের সামনে কর্মকর্তা ও শ্রমিকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।



এ সময় সাদা পতাকা হাতে নিয়ে মানববন্ধনে রেডিয়্যান্স গার্মেন্টস এর সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) শামিম রেজা বলেন সারা দেশে হরতাল অবরোধ দিয়ে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানকে ধ্বংসের পায়তারা চলছে। অবরোধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গার্মেন্টস খাত। এ সময় দ্রুত দেশের চলমান সহিংসতা বন্ধের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।