রাজশাহী: বিরাজমান সংকটময় পরিস্থিতি থেকে দেশকে উত্তোরণের দাবিতে এফবিসিসিআই’র আহবানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র নেতারা।
রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে অলোকার মোড় চেম্বার ভবনের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনির নেতৃত্বে এ মানববন্ধন হয়।
এছাড়াও মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টেও জাতীয় পতাকা হাতে নিয়ে দুপুর ১২টা থেকে ১৫ মিনিট এ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।
‘সবার ওপরে দেশ, দেশ বাঁচাও. অর্থনীতি বাঁচাও’ স্লোগানে রাজশাহী চেম্বার অব কমার্সের উদ্যোগে চেম্বার ভবনের সামনে এ মানববন্ধন হয়।
এতে অন্যদের মধ্যে চেম্বারের পরিচালক সেকেন্দার আলী ও মুনজুর রহমান পিটার, ড. ফয়সাল কবির চৌধুরী, সাবেক সভাপতি হাসেন আলীসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া মহানগরীর শিল্প এলাকা বিসিক মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, লক্ষ্মীপুর ও তালাইমারি এলাকায় একই কর্মসূচি পালিত হয়। আলাদা কর্মসূচি থেকে সরকার ও সহিংস আন্দোলনে থাকা দলকে আলোচনার মাধ্যমে দেশের সংকটময় পরিস্থিতি উত্তোরণের দাবি জানান ব্যবসায়ী নেতারা।
পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সাধারণ মানুষও ব্যবসায়ীদের সঙ্গে সংহতি প্রকাশ করে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫