বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে: বাণিজ্য মেলায় শেষ মুহূর্তে যেন ছাড়ের ছিড়িক পড়েছে। বর্তমানে মেলায় এমন কোনো পণ্য নেই যেখানে, ছাড় পাবেন না ক্রেতারা।
বর্তমান ফ্যাশনে তিন সেট থ্রিপিস পাওয়া যাচ্ছে মাত্র ৬০০ টাকায়। আবার মান ভেদে সেলোয়ার কামিজে ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
অন্যদিকে, ছোট বড় সব ধরনের জুয়েলারি পণ্যে দেওয়া হচ্ছে ২০ শতাংশ থেকে ৫০ শতাংশ ছাড়।
এজে’র বিক্রতারা বাংলানিউজকে জানান, অবরোধ-হরতালের কারণে মেলার শুরুর দিকে বিক্রি কম থাকায় ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে ছাড় দিয়ে বিক্রি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে ছাড়ে নানা পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।
রাজধানীর ইডেন কলেজের ছাত্রী জিনিয়া ইসলাম ১৫শ’ টাকা মূল্যের সেলোয়ার কামিজ এক হাজার টাকায় কিনতে পেরে বেশ খুশি। তিনি বাংলানিউজকে বলেন, মেলায় শেষ সময়ে ছাড় দেওয়া হচ্ছে। নিজে পণ্য কিনে ছাড়ও পেলাম। বেশ ভালো লাগছে।
বর্তমান ফ্যাশনের বিক্রেতা মাঈনুদ্দিন বলেন, এতো পণ্য নিয়ে এসেছি এখন সব যদি ফিরিয়ে নিয়ে যেতে হয় তাহলে কী করে হবে। তাই আমরা ছাড় দিচ্ছি।
অন্যদিকে আলী বাবা ডোর’র সব পণ্যে ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া, ভিশন প্যাভিলিয়নের সব পণ্যে ক্রেতারা পাবেন ২০ শতাংশ ছাড়।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫
** শেষ সময়ে কেনাকাটায় ব্যস্ত বাণিজ্য মেলার ক্রেতা-বিক্রেতারা