ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডে মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে এ কর্মশালা হয়।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ বারিকুল্লাহ প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন।
বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ-এর উপমহাব্যবস্থাপক মো. আবু জাফর এবং ন্যাশনাল ব্যাংকের এসভিপি ও উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহাব কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন।
কর্মশালায় অন্যদের মধ্যে ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মজিবুর রহমান এবং ঊর্ধ্বতন অনুষদ সদস্য ফারজানা হক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫