বরিশাল: বরিশাল জেলার কয়েকটি নদীতে অভিযান চালিয়ে আটক সাড়ে চার লাখ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এ জাল আটক করে কোস্টগার্ড।
পরে দুপুরে জেলা মৎস্য কমকর্তাদের উপস্থিতিতে এ জাল পুড়িয়ে ফেলা হয় বলে নিশ্চিত করেছেন মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস।
তিনি জানান, কোস্টগার্ড বরিশালের কীর্তনখোলা, তেঁতুলিয়া ও কালাবদর নদীর তালতলী, লাহারহাট, চন্দ্রমোহন ও শ্রীপুরে অভিযান চালায়।
এ সময় তারা বহন্দী জাল, চরঘেরা জাল ও কারেন্ট জালসহ সাড়ে ৪ লাখ মিটার জাল আটক করে।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫