ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রথম সাত মাসে (জুলাই- জানুয়ারি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৩২ শতাংশ। ২০১৩-১৪ অর্থবছরের একই সময়ে যা ছিল ৩১ শতাংশ।
এছাড়া ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ছয় মাস (জুলাই-নভেম্বর) পযর্ন্ত এডিপি বাস্তবায়ন হয়েছিল ২৮ শতাংশ। এতে করে একমাসের ব্যবধানে এডিপি বাস্তবায়ন বেড়েছে মাত্র চার শতাংশ।
বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্র জানায়, একমাসে এডিপি বাস্তবায়নের হার ৪ ভাগ বেড়ে দাঁড়িয়েছে ৩২ শতাংশ। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় এডিপি বাস্তবায়ন হার কমেছে।
এডিপি বরাদ্দের মধ্য থেকে প্রথম সাত মাসে ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগ খরচ করেছে মাত্র ২৭ হাজার ১৬৩ কোটি টাকা। যা, একই সময়ে গতবছর খরচ করা হয়েছিল ২২ হাজার ৯৩৭ কোটি টাকা।
চলতি অর্থবছরে এডিপির মোট আকার ৮৬ হাজার কোটি টাকা, যার মধ্যে সংস্থার নিজস্ব অর্থায়নের পরিমাণ ৫ হাজার ৬৮৫ কোটি ৪৮ লাখ, অননুমোদিত প্রকল্পের জন্য বরাদ্দ ৩ হাজার ৬ কোটি টাকা এবং বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা বাবদ বরাদ্দের পরিমাণ ১ হাজার ৪৯০ কোটি টাকা।
এডিপি বাস্তবায়নের হারে সন্তুষ্ট নয় পরিকল্পনা মন্ত্রণালয়। এর ফলে দেশের চলমান সমস্যা নিরসনে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
এডিপি বাস্তবায়ন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে এডিপি বাস্তবায়নের হার ৩২ শতাংশ। আমি ভেবেছিলাম একটা ভালো সময়ে দায়িত্ব নিয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নেতৃত্বে ১৬ কোটি মানুষের জন্য ভালো কিছু করবো। আল্লাহর কাছে দোয়া করছি যাতে করে দেশের এই সমস্যা দ্রুত সময়ে মিটে যায়। তাহলে এডিপি বাস্তবায়নে একটি ভালো গতি আসবে। কারণ এডিপি বাস্তবায়ন হার ভালো না হলে জিডিপি’র প্রবৃদ্ধি হারও ভালো হবে না। এডিপি ও জিডিপি ছোট ভাই বড় ভাই একে অপরের হাত ধরাধরি করে চলাচল করে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫