ঢাকা: ২০তম আন্তর্জাতিক বাণিজ্যমেলায় রপ্তানি আদেশ পাওয়া গেছে ৯৫ কোটি ০৬ লাখ টাকার। গতবছর রপ্তানি আদেশ ছিলো ৮০ কোটি ৪৪ লাখ টাকা।
গতবছরের চেয়ে এবছর রপ্তানি আদেশ বেড়েছে ১৫ কোটি ৩৮ লাখ টাকা। মেলার সমাপনী অনুষ্ঠানে কর্মকর্তারা এ তথ্য জানান।
১ জানুয়ারি মাসব্যাপী ২০তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হয়। হরতাল-অবরোধের কারণে ব্যবসায়ীদের অনুরোধে মেলা বাড়ানো হয় ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
কর্মকর্তারা জানান, ২০১২ সালের মেলায় ৪৩ কোটি টাকা রপ্তানি আদেশ পাওয়া যায়। ২০১৩ সালে পায় ১৫৭ কোটি টাকা। ২০১৪ সালে ৮০ কোটি ৪৪ লাখ টাকা।
২০১৫ সালে রপ্তানি আদেশ পাওয়া গেছে ৯৫ কোটি ৬ লাখ টাকার। প্রতিবছরের মতো এবারও মেলার আয়োজন করে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
১৩ লাখ ৭৩ হাজার বর্গফুট আয়তনের মেলা মাঠে দেশি-বিদেশি ৪৪১টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে।
এরমধ্যে চারটি মহাদেশের (এশিয়া, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইউরোপ) মোট ১৪টি দেশ মেলায় তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করেছে।
বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও জার্মানি মেলায় অংম নেয়।
মেলায় প্রথমবারের মতো নারী উদ্যোক্তাদের জন্য আলাদা ২৯টি সংরক্ষিত স্টল বরাদ্দ রাখা হয়েছিল। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত থাকে।
বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫