ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ থেকে জাহাজ নিতে চায় মালদ্বীপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
বাংলাদেশ থেকে জাহাজ নিতে চায় মালদ্বীপ

ঢাকা: বাংলাদেশ থেকে জাহাজ কেনার আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) প্রধান মেজর জেনারেল আহ্মেদ শিয়াম, এনডিসি, পিএসসি এ আগ্রহ প্রকাশ করেন।

 

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।

মালদ্বীপের ডিফেন্স ফোর্সের প্রধান বাংলাদেশের খুলনা শিপিং ইয়ার্ড ঘুরে অভিভূত হন এবং তিনি এ শিপিং ইয়ার্ডের প্রশংসা করেন।

মালদ্বীপ ডিফেন্স ফোর্সের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, চার লক্ষ লোকের মালদ্বীপে ৮০ হাজার বাংলাদেশি রয়েছেন। তারা মালদ্বীপের ‍অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বলেও জানান প্রেস সচিব শামীম চৌধুরী।  

প্রধানমন্ত্রী বলেন, পর্যটন মৌসুমে মালদ্বীপ-বাংলাদেশের মধ্যে ট্যুরিজম প্যাকেজ চালু করা যেতে পারে। এতে দু’দেশই অর্থনৈতিক ভাবে লাভবান হবে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।