ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেরিয়ে গেলেন ক্ষুব্ধ শিল্পমন্ত্রী

কাউকে পাঠায়নি টিকে ও মেঘনা গ্রুপ

সাঈদ শিপন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
কাউকে পাঠায়নি টিকে ও মেঘনা গ্রুপ

ঢাকা:মন্ত্রীর ডাকা পূর্বনির্ধারিত সভায় নিজেরা না এসে ম্যানেজার পদ মর্যাদার কর্মকর্তাদের পাঠিয়েছেন ভোজ্য তেল রিফাইনারির মালিকরা। আর এদের মধ্যে টিকে ও মেঘনা গ্রুপ কোন প্রতিনিধিই পাঠাননি মন্ত্রীর বৈঠকে।

এতে ক্ষুব্ধ হয়ে সভা না করেই বেরিয়ে গেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।  

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার আকস্মিকতায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা মন্ত্রণালয়ে।
 
শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয় থেকে ভোজ্য তেল রিফাইনারি মালিকদের সংগঠন ও  প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়। চিঠিতে ১০ ফেব্রুয়ারি শিল্পমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়ার জন্য ভোজ্য তেল রিফাইনারি মালিকদের আমন্ত্রণ জানানো হয়।
 
চিঠিতে জানানো হয়, ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টায় শিল্প মন্ত্রণালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সূত্র জানায়, মূলত ভোজ্য তেল ভিটামিন এ সমৃদ্ধ করার বিষয়ে কথা বলার জন্যই এ মত বিনিময় সভাটি ডাকেন শিল্পমন্ত্রী।
 
পূর্বনির্ধারিত মতবিনিময় সভার সময় সূচি অনুযায়ী শিল্প মন্ত্রণালয়ে পৌঁছান মন্ত্রী। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে সভায় অংশ নেয়ার জন্য মন্ত্রণালয়ের ৩ তলার সভাকক্ষে উপস্থিত হন তিনি। যেখানে আগে থেকেই অবস্থান করছিলেন ভোজ্য তেল রিফাইনারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
 
মতবিনিময় সভায় উপস্থিত হয়ে মন্ত্রী সবার পরিচয় জানতে চান। এ সময় একে একে নিজেদের পরিচয় দেন উপস্থিতরা। অংশগ্রহণকারীদের মধ্যে একমাত্র সিটি গ্রুপের মালিক ছাড়া অন্যরা সবাই ছিলেন জেনারেল ম্যানেজার ও ম্যানেজার পদের কর্মকর্তা।

মেঘনা গ্রুপ ও টিকে গ্রুপ তাদের কোন প্রতিনিধিও পাঠায়নি এই বৈঠকে।
 
উপস্থিতদের পরিচয় শুনে ক্ষুব্ধ হন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময় তিনি বলেন, আপনাদের মালিকরা কোথায়? এরপর ক্ষোভ নিয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ না করেই সভাকক্ষ থেকে বেরিয়ে যান মন্ত্রী।
 
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ‘বাংলাদেশে ভোজ্য তেলে ভিটামিন-এ সমৃদ্ধকরণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মো. লুৎফর রহমান তরফদার বাংলানিউজকে বলেন, ভোজ্য তেল রিফাইনারি প্রতিষ্ঠানের মালিকদের মত বিনিময় সভায় অংশগ্রহণের জন্য ডাকা হয়েছিলো।
 
তাদেরকে চিঠি দিয়ে জানানো হয়েছিলো মতবিনিময় সভায় মন্ত্রী সভাপতিত্ব করবেন। কিন্তু মতবিনিময় সভায় মালিকরা না এসে প্রতিনিধি পাঠান। আর সে কারণে সভাটি বাতিল করা হয়েছে।
 
সভায় কারা এসেছিলেন জানতে চাইলে লুৎফর রহমান বলেন, মালিকদের মধ্যে শুধু সিটি গ্রুপের মালিক এসেছিলেন। অন্য প্রতিষ্ঠানগুলো প্রতিনিধি পাঠিয়েছে। আর মেঘনা ও টিকে গ্রুপ থেকে কেউ আসেনি। অথচ ভোজ্য তেলের বাজারের ৭০ শতাংশই এ দুটি প্র’তিষ্ঠানের (মেঘনা ও টিকে গ্রুপ) দখলে।
 
তিনি আরও বলেন, ভোজ্য তেলে ভিটামিন-এ সমৃদ্ধকরণের বিষয়ে আলোচনা করতেই এ মতবিনিময় সভা ডাকা হয়।
 
শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সুস্থ-সবল জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে ভোজ্য তেলে ভিটামিন-এ সমৃদ্ধকরণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘বাংলাদেশে ভোজ্য তেলে ভিটামিন-এ সমৃদ্ধকরণ’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মো. লুৎফর রহমান তরফদার।
 
সূত্রটি আরও জানায়, ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহার শতভাগে উন্নীত করার বিষয়ে উদ্যোগ নিয়েছে সরকার।
 
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।