ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিবছরের মতো এবারও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে।
মেলায় সৌন্দর্য্য, নান্দনিক স্টল, বিক্রির শীর্ষে থাকায় প্রিমিয়ার প্যাভেলিয়ান ক্যাটাগরিতে প্রথম হয়েছে হাতিল কমপ্লেক্স লিমিটেড।
মঙ্গলবার বাণিজ্যমেলা মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ পুরস্কার তুলে দেন।
প্রিমিয়ার প্যাভেলিয়ান ক্যাটাগরিতে যুগ্মভাবে দ্বিতীয় ক্যাটাগরির পুরস্কার লাভ করেছে আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লি. ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। তৃতীয় ক্যাটাগরির পুরস্কার পেয়েছে আফতাব ফার্নিচার।
সাধারণ প্যাভেলিয়ান ক্যাটাগরিতে হাতিল কমপ্লেক্স লি. প্রথম, বিল ট্রেড দ্বিতীয় ও কারুপল্লী তৃতীয় পুরুস্কার লাভ করে।
সাধারণ সংরক্ষিত প্যাভেলিয়ানে বিশেষ পুরস্কার পেয়েছে ঝুট ড্রাইভার্স লিমিটেড। প্রিমিয়ার মিনি প্যাভেলিয়ান ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে বিআর ক্যাবল।
দ্বিতীয় পুরস্কার লাভ করেছে ওকে মোবাইল লিমিটেড, যুগ্মভাবে তৃতীয় পুরস্কার লাভ করেছে ওরিয়ন ফুড ও ম্যাটাডোর বলপেন লিমিটেড।
সংরক্ষিত মিনি প্যাভেলিয়ানে বিশেষ পুরস্কার লাভ করেছে মধুমতি ব্যাংক লিমিটেড। প্রিমিয়ার স্টল ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে কল্যাণী ওয়েল লিমিটেড।
মহিলা উদ্যোক্তা স্টলে প্রথম পুরস্কার পেয়েছে মেসার্স কুষ্টিয়া হস্তশিল্প লি.। মা এন্টারপ্রাইজ দ্বিতীয় ও এ ওয়ান ট্রেড ইন্টারন্যাশনাল লি. তৃতীয় পুরস্কার পেয়েছে।
হারবাল পণ্যে মেলায় বিশেষ অবদান রাখায় মডার্ন হারবাল লিমিটেডকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অপ্রচলিত পণ্য বিক্রিতে বিশেষ অবদান রাখায় সামটেক্স ইন্ডাস্ট্রি বাংলাদেশ ও প্রান্তিক নারী ক্যাটাগরিতে জয়িতাকে পুরস্কার প্রদান করা হয়।
মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদান করায় প্রথম পুরস্কার পেয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সিঙ্গার বাংলাদেশ দ্বিতীয় ও মেসার্স র্যাংগস ইলেকটনিকস লিমিটেড পেয়েছে তৃতীয় পুরস্কার।
মেলায় জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী ও কর্ম নিয়ে নান্দনিক ‘বঙ্গবন্ধু স্মৃতি প্যাভেলিয়ান’ করায় ইপিবিকে বিশেষ সনদপত্র প্রদান করা হয়েছে।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় পুলিশ, র্যাব, আনসার ভিডিপি, এসবি, এনএসআই’কে সম্মাননা প্রদান করা হয়।
মেলা অনুষ্ঠানে সম্পন্নে সহযোগিতার জন্য এফবিসিসিআই, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা মেট্টোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, ইপিবি ভাইস চেয়ারম্যান সুভাশীষ বোস বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫