ধুনট (বগুড়া): বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার হরতাল-অবরোধের কারণে বগুড়ার ধুনট উপজেলায় পানের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।
স্থানীয়রা জানান, বিয়ে-শাদিসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা অন্যান্য সময়ে খাওয়ার পর অতিথিদের পান দিয়ে আপ্যায়ন করা হয়।
হাট-বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, বর্তমানে প্রতি বিড়া (৬৪টি) পান পাতা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৯০টাকা। অথচ হরতাল-অবরোধের আগে প্রতি বিড়া পান বিক্রি হতো ২০ থেকে ৪০ টাকায়।
ধুনট বাজারের পাইকারী ব্যবসায়ী রঘুনাথ সাহা বাংলানিউজকে জানান, রাজশাহী জেলার দূর্গাপুর, বানেশ্বর ও দত্তপাড়া মোকাম (বাজার) থেকে পান পাতা কিনে আনেন তারা।
সেখান থেকে একটি ট্রাকে একবারে ৪০০ পোয়া (১২ হাজার ৮০০ বিড়া) পান পাতা আনা যায়। হরতাল-অবরোধের আগে প্রতি গাড়ির ভাড়া ছিল ৩০০০ হাজার টাকা। এখন সেই ভাড়া বেড়ে ৬০০০ টাকা হয়েছে।
হরতাল-অবরোধের কারণে গাড়িও পাওয়া যায় না। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করতে হচ্ছে তাদের। পরিবহন খচর বেড়ে যাওয়ায় পান পাতার দামও বেড়েছে বলে জানান তিনি।
পাইকারি ব্যবসায়ী দিলীপ কুমার সাহা বলেন, ধুনটের বিভিন্ন বাজারে প্রায় ৩০০ জন খুচরা ব্যবসায়ী আছেন। হরতাল-অবরোধে পরিবহন সমস্যার কারণে সরবরাহ কম হওয়ায় তাদের চাহিদা মতো পান পাতা দিতে পারছি না।
দূর্গাপুর এলাকার পান চাষি আব্দুল গফুর মিয়া জানান, বরোজ থেকে পান পাতা তুলে কয়েক ঘণ্টার মধ্যেই বাজারে বিক্রি করতে হয়। সময় মতো বিক্রি করতে না পারলে সেই পান পাতা পঁচে নষ্ট হয়ে যায়। অবরোধের কারণে দূর-দূরান্ত থেকে পাইকাররা বাজারে আসতে পারেন না। তাই বেচাকেনাও কম। বর্তমানে পচে যাওয়ার ভয়ে জমি থেকে কম করে পান পাতা তোলা হচ্ছে।
ধুনট বাজারের খুচরা ব্যবসায়ী দূর্জয় কুমার, শান্ত দাস, তাহের মল্লিক জানান, হরতাল-অবরোধের দোহাই দিয়ে পাইকাররা পান পাতার দাম বাড়িয়ে দিয়েছেন। ফলে বাধ্য হয়ে খুচরা বাজারের বিড়া প্রতি ২০ থেকে ৪০ টাকা বেড়ে গেছে।
বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকে ৬ জানুয়ারি থেকে দেশব্যাপী টানা অবরোধ ও দফায় দফায় হরতাল চলছে।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫