ঢাকা: বাসা-বাড়ি, মার্কেট কিংবা অফিসে লিফট দুর্ঘটনার উদাহরণ রয়েছে অনেক। সাধারণত বিদ্যুৎ বিভ্রাট বা তার ছিড়ে এসব দুর্ঘটনা ঘটে।
বুধবার (১১ ফেব্রুয়ারি’ ২০১৫) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত লিফট ও এস্কেলেটর প্রদর্শনীতে বাংলানিউজকে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির পরিচালক মুশফিক-উল-হক।
তিনি বাংলানিউজকে বলেন, মেলা উপলক্ষে আমরা ক্রেতাদের জন্য কোনো বিশেষ সুবিধা দিচ্ছি না। তবে আমাদের লক্ষ্য গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষ করে কোনো দুর্ঘটনায় কিভাবে অক্ষত থাকা যায় আমরা সে বিষয়ে বিশেষ নজর দিয়েছি। এজন্য আমরা বিশ্বের এক নম্বর ব্রান্ড শিনডলার কোম্পানির লিফট আমদানি করে থাকি।
তিনি আরও বলেন, আমরা শুধুমাত্র শিনডলার কোম্পানির লিফট ও এস্কেলেটর আমদানি করি। কারণ তারা ভোক্তাদের নিরাপত্তার বিষয়টিই প্রাধান্য দেয়। সম্প্রতি শিনডলারের অধুনিক প্রযুক্তি সম্পন্ন পণ্যগুলো বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে। তাই আমাদেরও একমাত্র লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা।
প্রতিষ্ঠানের সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর এইচএফ মো. রাশেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা লিফটে অটো রেসকিউ ডিভাইস ব্যবহার করছি। যা হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট বা বিচ্ছিন্ন হলে মানুষকে নিরাপদে নামিয়ে দেবে। কারণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে লিফটের মধ্যে মানুষ অনেক আতঙ্কিত হয়ে পরে।
তিনি আরও বলেন, আমরা লিফটে একটি বিশেষ ধরনের আইপিএস ব্যবহার করছি। যা বিদ্যুৎ বিচ্ছিন্নের ৩০/৪০ সেকেন্ড পর লিফটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। সাধারণত এ সুবিধা অন্য কোম্পানির লিফটে থাকে না।
মানুষের নিরাপত্তার পাশাপাশি আমরা বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তিও ব্যবহার করি। তাই আমাদের পণ্যে দাম একটু বেশি পড়লেও তা নিরাপদ এবং চূড়ান্ত ভাবে খরচ অনেক কম। কারণ অন্য কোম্পানির লিফট ব্যবহারে প্রতিমাসে যে বিদ্যুৎ বিল আসে আমাদের পণ্য ব্যবহারে তার অর্ধেক বিল আসবে বলে জানান রাশেদুল ইসলাম।
তিনি বলেন, অনেক সময় লিফটের তার ছিড়ে বড় দুর্ঘটনা ঘটে। মানুষের প্রাণহানি ঘটে। কিন্তু আমরা শিনডলার ব্রান্ডের লিফটে এমন একটি যন্ত্র ইন্সটল করছি যা তার ছিড়ে গেলেও লিফটটিকে ধরে রাখবে এবং মানুষকে সহজে উদ্ধার করবে। অন্তত নিচে পরে কোনো দুর্ঘটনা ঘটবে না।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আর্ন্তজাতিক লিফট ও এস্কেলেটর প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে ভারত, চীন, কোরিয়া, ইতালি, তুরস্কসহ বিভিন্ন দেশের অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
আয়োজকরা জানান, লিফট ও এস্কেলেটর শিল্পের এই প্রদর্শনী দেশে নতুন বাজার তৈরিতে কাজ করবে। ক্যাপসুল লিফট, এস্কেলেটর, ইএমই উপাদান প্রস্তুতকারক, লিফটের কেবিন, যন্ত্রাদি, লিফটের দরজা, উচ্চ গতি সম্পন্ন গভার্নার্স, নিরাপত্তামূলক যন্ত্রাদি, হাইড্রোলক যন্ত্রাদি এবং লিফট ও এসকেলেটরসহ অন্যান্য যন্ত্রাংশ প্রদর্শিত হচ্ছে।
বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির গুলনকশা ও রাজদর্শন হলে আয়োজিত এ প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫