ঢাকা: হরতাল-অবরোধে পরিবহন খাতে ক্ষতিগ্রস্থরা সাড়ে ছয় কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ের এক অনুষ্ঠান শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।
অবরোধে পরিবহন সেক্টরে খুব ক্ষতিগ্রস্থ হচ্ছি জানিয়ে মন্ত্রী বলেন, এ পর্যন্ত ১২শ’র মতো গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে বেশ কিছু বিআরটিসি’র বাসও রয়েছে। এ পর্যন্ত ৪০ জনের মত চালক ও হেলপার নিহত হয়েছেন। অনেক অগ্নিদগ্ধ রয়েছেন।
‘‘প্রধানমন্ত্রী বলেছেন, পরিবহন সেক্টরে ক্ষয়ক্ষতি হয়েছে, তিনি ঘোষণা দিয়েছেন প্রাথমিকভাবে সাড়ে ছয় কোটি টাকা দেওয়া হবে, তালিকা পেয়ে অলরেডি বরাদ্দ দেওয়া হয়েছে, তাদের কাছে এ টাকা খুবশিগগিরই পৌঁছে যাবে। ”
যাত্রী ও পণ্য পরিবহন নিরাপত্তায় সড়ক ও মহাসড়কগুলোতে আনসার নিয়োগ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
এর আগে ডেনিস রাষ্ট্রদূত হ্যানে ফুগল এসকেয়ার এর নেতৃত্বে বাংলাদেশে সফররত ডেনিস ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন ওবায়দুল কাদের।
এ বিষয়ে মন্ত্রী বলেন, তারা অবকাঠামোগত উন্নয়ন নিয়ে কথা বলেছেন। এর মধ্যে চট্টগ্রাম বন্দর, সোনাদিয়া ও পায়রা বন্দর উন্নয়ন নিয়ে। সেখানে সড়ক সংযোগ উন্নয়নে কিভাবে অংশ নিতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।
আমাদের কাছে কোনো প্রস্তাব আছে কি না- তারা জানতে চেয়েছে, তাদের কাছে কিছু পিপিপি প্রজেক্ট দেওয়া হয়েছে, সেই প্রজেক্টগুলো দেখে তারা সিদ্ধান্ত জানাবেন কি কি প্রজেক্ট তারা নিতে পারবেন বলেও জানান ওবায়দুল কাদের।
পিপিপিতে ২৩টি প্রজেক্ট কাজের জন্য তাদের কাছে দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বন্দর মাথায় রেখে সড়ক উন্নয়নে তারা কাজ করবেন।
পদ্মা সেতু নিয়ে দক্ষিণাঞ্চলের সড়কগুলো চার লেন করা ছাড়া বিকল্প নেই বলেও জানান সড়ক পরিবহনমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫