ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোলায় ১০০ মণ জাটকা ও ৪টি ড্রেজার মেশিন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
ভোলায় ১০০ মণ জাটকা ও ৪টি ড্রেজার মেশিন জব্দ

ভোলা: মেঘনা নদীর ভোলা সদর উপজেলার ইলিশা বিশ্বরোড ও তুলাতলী পয়েন্টে অভিযান চালিয়ে ১০০ মণ জাটকা ও চারটি ড্রেজার মেশিন জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।



কোস্টগার্ড সূত্র জানায়, দুপুরে মেঘনার ইলিশা বিশ্বরোড পয়েন্ট থেকে ১০০ মণ জাটকা জব্দ করা হয়। এদিকে, নদীর তুলাতলী পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় জব্দ করা হয় চারটি ড্রেজার মেশিন। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।