ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে রেমিট্যান্স ২৬ কোটি ৫৯ লাখ ডলার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে রেমিট্যান্স ২৬ কোটি ৫৯ লাখ ডলার

ঢাকা: চলতি বছরের ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ শেষে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২৬ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।



প্রতিবেদনে দেখা গেছে, আলোচ্য সময়ে রাষ্ট্রীয় মালিকানার সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ২৬ লাখ ডলার। একই সময়ে প্রবাসী বাংলাদেশিরা বিশেষায়িত ৪ ব্যাংকের মাধ্যমে ৪৩ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।

বেসরকারি বাণিজ্যিক ও বিদেশি মালিকানার ব্যাংকের মাধ্যমে ১৬ কোটি ৪৬ লাখ ও ৪৩ লাখ ৩০ হাজার ডলারের সমপরিমাণ অর্থ রেমিট্যান্স হিসেবে দেশে এসেছে।

এর আগে জানুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ৪৮ লাখ ডলার।

বর্তমান কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ প্রায় ২২ বিলিয়ন ডলার; যা দিয়ে প্রায় ৭ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।