ঢাকা: অবরোধ-হরতালের বিরুদ্ধে প্রতীকী অনশন করছেন পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ী-মালিকরা। শনিবার(১৪ ফেব্রুয়ারি’২০১৫) পোশাক শিল্প সংশ্লিষ্ট পক্ষগুলো রাজধানীর বিজিএমইএ ভবনের সামনে এ অনশন কর্মসূচি পালন করছেন।
এ কর্মসূচিতে অন্যদের মধ্যে বিজিএমইএ প্রেসিডেন্ট আতিকুল ইসলাম, সাবেক এফবিসিসিআই প্রেসিডেন্ট একে আজাদ, ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহিম অংশ নিয়েছেন।
এছাড়া ব্যবসায়ী-মালিকদের এ কর্মসূচিতে সংহতি জানাতে এরইমধ্যে সাংসদ ও অভিনয়শিল্পী তারানা হালিম ও ফকির আলমগীর উপস্থিত হয়েছেন।
গত বুধবার বিজিএমইএ ভবনে গার্মেন্ট ও টেক্সটাইল খাত এবং সংশ্লিষ্ট অন্যান্য খাতের উদ্যোক্তাদের বৈঠকে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।
ওই দিন বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, চলমান সহিংসতার কারণে সৃষ্ট অচলাবস্থায় তৈরি পোশাকশিল্প ও বস্ত্রশিল্পের এক কোটি শ্রমিক কর্মচারী কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় শিল্পকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষার প্রতিবাদে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ সেইসাথে বস্ত্র ও পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব সংগঠন ও অ্যাসোসিয়েশন এ কর্মসূচি পালন করবে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫