খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘উন্নয়নশীল দেশসমূহে পৌর বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ।
অনুষ্ঠানে তিনি বলেন, কনফারেন্সে আগত দেশি- বিদেশি বিজ্ঞানী ও গবেষকদের গবেষণালব্ধ জ্ঞান আমাদের সমৃদ্ধ করবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হওয়া বাংলাদেশ বর্জ্য মুক্ত একটি সুন্দর বাংলাদেশে পরিণত হবে।
ওয়েস্টসেফ-২০১৫’র চেয়ার এবং কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন।
তিনি বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এই কনফারেন্স আশার আলো। কনফারেন্সে উপস্থাপিত প্রস্তাবনা কাজে লাগাতে পারলে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইটালির প্যাডোভা ইউনিভার্সিটির প্রফেসর ও আইডব্লিউডব্লিউজি’র ড. রাফায়েলো কসু, জার্মানির বা’হস ইউনিভার্সিটি ওয়েমার’র প্রফেসর ড. ইকার্ড ক্রাফট্, জাপানের হোকাইদো ইউনিভার্সিটির প্রফেসরসহ আরো অনেকে।
অনুষ্ঠানে থিম পেপার উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব জাগরিব ও ইউনিভার্সিটি অফ অ্যাপলায়েড সায়েন্স ভেলিকা গোরিকা ক্রোয়েশিয়ার প্রফেসর ড. সানজা কালামবুরা এবং ইনভাইটেড পেপার উপস্থাপন করেন জার্মানির বা’হস ইউনিভার্সিটি ওয়েমারের প্রফেসর ড.লিজ বাচুবার।
সম্মেলনে মোট ১২টি প্যারালাল টেকনিক্যাল সেশন, ১টি কী-নোট সেশনে মোট ৪টি কী-নোট পেপার, ১টি থিম পেপার, ১টি ইনভাইটেড পেপার ও ১০০টি কারিগরি পেপার উপস্থাপন করা হবে। ৩ দিনব্যাপী ওয়েস্টসেফ-২০১৫ আন্তর্জাতিক সম্মেলনে কম্বোডিয়া, চীন, ক্রোয়েশিয়া, জার্মানি, হংকং, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, নেপাল, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের ২৫ জন এবং বাংলাদেশের ১২২ জন খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবী ও নীতিনির্ধারকরা উপস্থিত হয়েছেন।
বর্জ্য ব্যবস্থাপনার কৌশল, পরিবেশগত এবং আর্থ-সামাজিক প্রেক্ষাপট, কারিগীর ও অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের জন্য নতুন নতুন কৌশল উদ্ভাবনের লক্ষ্যে কুয়েট, বা’হস বিশ্ববিদ্যালয় ওয়েমার জার্মানি, ইউনিভার্সিটি অব প্যাডোভা ইটালি, ইন্টারন্যাশন্যাল ওয়েস্ট ওয়ার্কিং গ্রুপ (আইডব্লি-উডব্লিউজি) ও অরবিট গ্রুপ’র যৌথ আয়োজনে কুয়েটে চতুর্থবারের মত এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ১৫ ফেব্রুয়ারি রোববার বিকেল সাড়ে ৪টায় নাম নিবন্ধনের মাধ্যমে তিন দিনব্যাপী কনফারেন্স শুরু হয়, যা শেষ হবে ১৭ ফেব্রুয়ারি।
কুয়েটে ২০০৯, ২০১১ ও ২০১৩ সালে পৌর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫