ঢাকা: হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় সিটি ব্যাংকের প্রধান শাখার সাবেক তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- সিটি ব্যাংকের প্রধান শাখার সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল ফারুক, এসএভিপি মো. মিজানুর রহমান, ইভিপি ও ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস।
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করেছেন দুদকের উপপরিচালক জুলফিকার আলী।
বিকেলে ব্যাংকটির ভিপি মো. শওকত আলী ও সৈয়দ ফাখরী ফয়সালকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে।
হাজার কোটি ঋণ জালিয়াতির ঘটনায় দি সিটি ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে ১৮ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটে। ওই ঘটনা অনুসন্ধানে গত ৯ ফেব্রুয়ারি তাদের দুদকে হাজির হওয়ার জন্য তলব করে চিঠি দেওয়া হয়েছিল।
দুদক সূত্রে জানা যায়,ওয়াহিদুর রহমান নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে দেশের চারটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
সিটি ব্যাংক ছাড়াও বেসিক ব্যাংক থেকে ৭৬৭ কোটি টাকা, ইসলামিক আইসিবি ব্যাংক থেকে ১০০ কোটি, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১৫২ কোটি এবং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি থেকে দুই কোটি ৪০ লাখ টাকা নেওয়া হয়েছে।
এর বেশিরভাগ টাকাই তিনি ঋণ নিয়েছেন ভুয়া ও বেনামি প্রতিষ্ঠানের নামে। কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সময়ের অনুসন্ধানে এ সব তথ্য বেরিয়ে আসলে পরবর্তী সময়ে দুদক তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪