ঢাকা: এক ব্যবসায়ীর এক হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে সিটি ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সাবেক পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েক দফায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন, ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক ইভিপি ও হেড অব ক্রেডিট সাব্বির আহমেদ, ক্রেডিট ডিভিশনের সাবেক ভিপি এ কে এম হাসানুজ্জামান, সাবেক এফভিপি মাহফুজুর রহমান, সাবেক এভিপি সৈয়দ মাহমুদুল হাসান সালেহ ও সাবেক এসভিপি মো. শাহজাহান আলী।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। একই অভিযোগে সিটি ব্যাংকের আরও পাঁচ কর্মকর্তাকে ইতোপূর্বে জিজ্ঞাসাবাদ করেছে কমিশনের টিম।
দুদক সূত্র জানায়, ব্যবসায়ী ওয়াহিদুর রহমান বিভিন্ন সময় দেশের চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে প্রায় এক হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। এর মধ্যে বেসিক ব্যাংক থেকে ৭৬৭ কোটি টাকা, আইসিবি ইসলামী ব্যাংক থেকে ১০০ কোটি, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১৫২ কোটি, দি সিটি ব্যাংক থেকে ছয় কোটি এবং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি থেকে দুই কোটি ৪০ লাখ টাকা।
এর বেশিরভাগ টাকাই তিনি ঋণ নিয়েছেন ভুয়া ও বেনামি প্রতিষ্ঠানের নামে। ব্যাংকের ঋণের নথিতে উল্লিখিত ঠিকানার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।
** অতিরিক্ত আইজিপি’র পিএ আইয়ুবকে দুদকে জিজ্ঞাসাবাদ
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫