ঢাকা: বাংলাদেশ থেকে থাইল্যান্ডে জনশক্তি আমদানির ব্যাপারে দুই দেশের সমঝোতা চূড়ান্তের আশ্বাস দিয়েছেন থাইল্যান্ডের শ্রমমন্ত্রী এইচ ই সুরাজাক কার্নজানারাট।
সেই সঙ্গে থাইল্যান্ডে সমুদ্রে মাছধরা, নির্মাণ কাজ এবং ভারীশিল্পে বাংলাদেশি শ্রমিক দ্রুত নেওয়ার বিষয়েও আশ্বস্ত করেছেন।
থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুন তাসনীম সম্প্রতি তার সঙ্গে দেখা করলে তিনি এ আশ্বাস দেন।
বৃহস্পতিবার থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
এ সময় থাই শ্রমমন্ত্রী দ্রুত সমঝোতা স্মারক চূড়ান্ত করে সইয়ের বিষয়ে গুরুত্বারোপ করেন এবং সেই সঙ্গে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে জনশক্তি আমদানির প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ারও আশ্বাস দেন।
এদিকে, জনশক্তি আমদানির বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হলে বাংলাদেশি শ্রমিকেরা থাইল্যান্ডের সমুদ্রে মাছ ধরতে, নির্মাণ কাজে এবং ভারীশিল্পে কাজের সুযোগ পাবেন।
থাইল্যান্ডের শ্রমমন্ত্রী এইচ ই সুরাজাক কার্নজানারাটের সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূত দেখার করার সময় কন্স্যুলার কাজী রাসেল পারভেজ, বাংলাদেশের জনশক্তি রফতানিকারকদের প্রতিষ্ঠান বায়রা’র ভাইস প্রেসিডেন্ট আলী হায়দার চৌধুরী ও সংস্থাটির স্থানীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।
থাইল্যান্ডে বর্তমানে আসিয়ানভুক্ত মায়ানমার, কম্বোডিয়া, লাও পিডিআরের প্রায় ১৬ লাখ শ্রমিক কর্মরত রয়েছেন। যদি এর সঠিক পরিসংখ্যান দেশটির হাতে নেই।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫