ঢাকা: দেশব্যাপী চলমান সহিংসতায় দগ্ধদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান দিয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গণভবনে ন্যাশনাল ব্যাংকের পরিচালক পারভীন হক সিকদার ও রিক হক সিকদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ব্যাংকের পক্ষ থেকে ২ কোটি টাকার চেক হস্তান্তর করেন।
পেট্রোল বোমা হামলার শিকার হয়ে যেসব সাধারণ মানুষ দেশের বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫