ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভাতিজার জন্মদিন

এক্সিকিউটিভ জেটে সিঙ্গাপুর থেকে উড়ে আসলেন চট্টগ্রামের ব্যবসায়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
এক্সিকিউটিভ জেটে সিঙ্গাপুর থেকে উড়ে আসলেন চট্টগ্রামের ব্যবসায়ী

ঢাকা: বন্দরনগরী চট্টগ্রামের একটি প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠীর সত্ত্বাধিকারীর ছেলে শুক্রবার সন্ধ্যায় বিলাসিতার নতুন উদাহরণ সৃষ্টি করলেন। ব্যবসায়ী কাজে তিনি ছিলেন সিঙ্গাপুর।

কিন্তু শুক্রবার তার ভাতিজার জন্মদিন থাকায় ছুটে আসলেন দেশে। আর তা মোটে কয়েক ঘণ্টার জন্য। আবার রাতেই ফিরবেন সিঙ্গাপুরে।

এ জন্য এই শিল্পপতি তনয়কে ভাড়া করতে হয়েছে একটি এক্সিকিউট জেট।

এই জেটে যথা সময়ে চট্টগ্রাম পৌঁছে যান তিনি। এই রিপোর্ট লেখার সময় তিনি ভাতিজার জন্মদিনের কেককাটায় সামিল। চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় চলছে জন্মদিনের আলিশান আয়োজন। চট্টগ্রামের ছাড়াও ঢাকা থেকেও এই অনুষ্ঠানে যোগ দিতে গেছেন বড় বড় ব্যবসায়ী। গণমাধ্যমেরও কয়েকজন রয়েছেন সেখানে।

ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, রাতেই এই ব্যবসায়ী ফিরবেন সিঙ্গাপুর। কারণ সেখানে কাজ শেষ হয়নি।

সবমিলিয়ে পঞ্চাশ লাখ টাকার মতো অর্থ খরচ করে ফেললেন এক সন্ধ্যায়। জেটের ফুয়েলে, আর বিলাসিতায় এটুকু খরচতো হতেই পারে। ভাতিজার জন্মদিন বলে কথা!

এমন বিলাসি উদাহরণে কানাঘুষাও কম হচ্ছে না। পার্টিতে উপস্থিত কেউ কেউ তো প্রশ্ন করেই ফেললেন, এরপর কে বলবে হরতাল অবরোধে ব্যবসা মন্দা?

এক্সিকিউটিভ জেট এক ধরনের ছোট্ট আকাশযান। যা বিলাশবহুল আর স্বল্প কয়েকটি আসন বিশিষ্ট।

বাংলাদেশ সময় ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।