ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ড. আবু হোসেনের মৃত্যুতে উত্তরা ব্যাংকের শোক

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
ড. আবু হোসেনের মৃত্যুতে উত্তরা ব্যাংকের শোক ড. আবু হোসেন

জবি: উত্তরা ব্যাংকের পরিচালক,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস স্টাডিজ বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. আবু হোসেন সিদ্দিকের ইন্তেকালে শোক প্রকাশ করেছে উত্তরা ব্যাংক পরিবার।  

রোববার(২২ ফেব্রুয়ারি’২০১৫) ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।



এতে বলা হয়, ড. আবু হোসেন সিদ্দিকের মৃত্যুতে দেশ একজন কৃতী শিক্ষক ও সফল গবেষককে হারাল। তার এই অকাল মৃত্যুতে উত্তরা ব্যাংক পরিচালনা পর্ষদের সকল সম্মানিত সদস্য, ব্যাংকের সকল কর্মকর্তা, কর্মচারী গভীর ভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

বুধবার(১৮ ফেব্রুয়ারি) দুপুরে দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের আমলাপাড়ায়।

অধ্যাপক ড. আবু হোসেন সিদ্দিক জবির দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তিনি  ১৯৭২ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত বোর্ড ডিরেক্টরসদের কমিটিতে এক্সিকিউটিভ কমিটি এবং অডিট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের দু’বার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।