ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শাহজালাল ব্যাংকের ৩ পরিচালকের রেকর্ডপত্র তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
শাহজালাল ব্যাংকের ৩ পরিচালকের রেকর্ডপত্র তলব

ঢাকা: খেলাপি প্রতিষ্ঠানকে ঋণ দিতে সহযোগিতার অভিযোগে শাহজালাল ইসলামী ব্যাংকের তিন পরিচালকের রেকর্ডপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
রোববার (২২ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক এসএম রফিকুল ইসলাম রেকর্ডপত্র চেয়ে চিঠি দেন।



পরিচালকরা হলেন- আক্কাস উদ্দিন মোল্লা, সৈয়দ নূরুল আরেফিন ও তোফাজ্জল হোসেন।
 
দুদক সূত্র জানায়, হোমস্টোন লিমিটেডের মালিক শহীদুল আলম কক্সবাজারে ‘কন্টিনেন্ট সী-প্রিন্সেস হোটেল’ নামে ১২ তলা ভবন নির্মাণের উদ্যোগ নেন। নির্মাণ শেষ হওয়ার আগেই অ্যাপার্টমেন্ট বিক্রির কথা বলে তিনি ২শ’ ২০ জন গ্রাহকের কাছ থেকে ৭০ কোটি টাকা হাতিয়ে নেন। সাফ-কবলা বিক্রি করা নির্মাণাধীন ওই ভবন শাহজালাল ইসলামী ব্যাংকে বন্ধক রেখে ৩০ কোটি টাকা ঋণ নেন। ওই ঋণ এখন সুদে-আসলে দাঁড়িয়েছে ৪৫ কোটি টাকার বেশি ।
 
বিক্রিয়কৃত ও বন্ধক রাখা নির্মাণাধীন হোটেলের সার্ভিস আগাম বিক্রি করে শহীদুল আলম ৫০ সেবা গ্রহীতার কাছ থেকে হাতিয়ে নেন আরো দুই কোটি টাকা। এরপর ১০২ কোটি টাকা হাতিয়ে শহীদুল আলম ও তার স্ত্রী ডালিয়া আলম মালয়েশিয়া পালিয়ে যান।
 
ব্যাংকঋণের টাকা শোধ না করায় এ ঋণ এখন খেলাপী। সাফ-কবলা বিক্রির পর একই সম্পত্তি বন্ধক রেখে ঋণ মঞ্জুরে সহযোগিতা করেন শাহজালাল ইসলামী ব্যাংকের ওই তিন পরিচালক। বিনিময়ে তার কাছ থেকে নেন অর্থ ও হোটেলের স্যুট।

দুদক বিষয়টি অনুসন্ধান শুরু করলে ব্যাংকটির তিন পরিচালকের স্যুট ‘ক্রয়’ সংক্রান্ত রেকর্ডপত্র তলব করে।

একই ঘটনায় ইতিপূর্বে হোমস্টোনের মালিক শহীদুল আলম, তার স্ত্রী ও চেয়ারম্যান ডালিয়া আলম এবং আম-মোক্তার বলে বর্তমান মালিক শফিকুল আলম জাহাঙ্গীরের রেকর্ডপত্রও তলব করে দুদক।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।