ঢাকা: রাজনৈতিক সমস্যা, দুর্নীতি, দুর্বল অবকাঠামো, জ্বালানি স্বল্পতা ও অদক্ষ শ্রমিক বাংলাদেশি উদ্যোক্তাদের মূল বাধা বলে জানিয়েছেন জাপানি উদ্যোক্তারা।
বাংলাদেশে কাজ করতে আসা ২২ জাপানি তরুণ-তরুণী ছয় মাসের কর্ম অভিজ্ঞতার ভিত্তিতে এ তথ্য তুলে এনেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর সেরিনা হোটেলে ‘এক্সচেঞ্জ প্ল্যাটফরম ফর ইয়াং লিডার’ শীর্ষক অনুষ্ঠানে জাপানি ৭ তরুণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের আয়োজন করে জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশন।
মামি ইদুই বলেন, বাংলাদেশি নতুন উদ্যোক্তাদের জন্য বড় বাধাগুলো হলো রাজনৈতিক সমস্যা, দুর্নীতি, দুর্বল অবকাঠামো, জ্বালানি স্বল্পতা ও অদক্ষ শ্রমিক। এসব বাধা অতিক্রম করেই নতুন উদ্যোক্তাদের কাজ করতে হবে। তবে এসব সমস্যা যেমন আছে তার পাশাপাশি সস্তা শ্রমের মতো বড় সুযোগও রয়েছে।
অন্য বক্তারা বলেন, বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক অনেক আগের এবং দীর্ঘস্থায়ী। এদেশে বর্তমানে ১৮৩টি জাপানি কোম্পানি কাজ করছে। একইভাবে বাংলাদেশি ৬৩টি কোম্পানি ব্যবসায়িক সম্পর্ক রেখে কাজ করছে জাপানে।
তবে নানা বাধার মধ্যেও বাংলাদেশের উদ্যোক্তারা কাজ করে যাচ্ছেন। এজন্য তারা অভিনন্দন জানান।
২২ জাপানি তরুণ-তরুণী গত ছয় মাস ধরে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন।
অনুষ্ঠানে জাপানি এসব তরুণ-তরুণীকে ধন্যবাদ জানান বিএএএস-এর সভাপতি এ এম এম খায়রুল বাশার।
বাংলাদেশ সময় : ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫