ঢাকা: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের(এসএমই)সহায়তার জন্য ‘আইএফআইসি কৃষি-শিল্প’ নামের আর্থিক সেবা চালু করেছে আইএফআইসি ব্যাংক। সেবার আওতায় প্রাথমিকভাবে ২৫জন উদ্যোক্তাকে ২০ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংকটি।
মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) হোটেল পূর্বানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন সেবাটি চালু ও উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, একই প্রকার ব্যবসায় ২ বছর বা তার বেশি সফল অভিজ্ঞতা আছে, যারা মাসিক আয় দিয়ে ঋণ পরিশোধে সক্ষম ও যাদের ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রস্তাবিত ঋণের চেয়ে বেশি তারাই ‘আইএফআইসি কৃষি-শিল্প’ সেবার আওতায় ঋণ পাবেন।
ঋণের ধরণ হবে মেয়াদি, লিজ ফাইন্যান্স, ওভার ড্রাফট, ক্যাশ ক্রেডিট ও ডিমান্ড লোন। সেবার আওতায় ক্ষুদ্র ও মাঝারি এই সীমায় উদ্যোক্তাদের ঋণ দেওয়া হবে। ক্ষুদ্র ঋণের সর্বোচ্চ সীমা ৫০ লাখ এবং মাঝারি ঋণের সর্বোচ্চ ৫ কোটি টাকা।
মেয়াদি ঋণ ও লিজ ফাইন্যান্স’র জন্য সর্বোচ্চ ৬০ মাস, ওভার ড্রাফট ও ক্যাশ ক্রেডিট’র জন্য ১২ মাস এবং ডিমান্ড লোন’র জন্য ৪ মাস হবে ঋণের মেয়াদ। আর রেয়াতি মেয়াদ সর্বোচ্চ ৬ মাস। প্রত্যেক ধরনের ঋণ জামানত যুক্ত।
সকল বিভাগীয় শহর ও নারায়ণগঞ্জ শহরের বাইরে অবস্থিত প্রকল্পের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন পেলে ঋণের সুদ হার হবে ১০ শতাংশ। আর পুনঃঅর্থায়ন সুবিধা না পেলে ব্যাংক থেকে সুদের হার নির্ধারণ করা হবে।
অনুষ্ঠানে ডাল মিল, সুগন্ধি চালের মিল, বেকারি, চা প্রক্রিয়াজাতকরণ, সরিষা তেল মিল খাতের ২৫ জন উদ্যোক্তাকে ২০ কোটি ১৭ লাখ টাকা ঋণের চেক দেওয়া হয়।
এরমধ্যে বানেশ্বরের ডাল প্রক্রিয়াজকরণ হক ডাল মিলকে ৫০ লাখ, ফজলু এন্টারপ্রাইজকে ১৫ লাখ, মায়ের দোয়া ডাল মিলকে ৭৫ লাখ, উজ্জ্বল চাউল ডাউল মিলকে ৩৫ লাখ ফারুক এন্টারপ্রাইজকে ২০ লাখ টাকা দেওয়া হয়।
বগুড়া বন্ধন বয়লার অ্যান্ড রাইস মিলকে ২ কোটি ২৫ লাখ, কুমিল্লার বৈশাখী ফুড প্রোডাক্টকে ৩০ লাখ, কুষ্টিয়ার সাজ্জাদ ফুডকে ১০ লাখ, চাঁপাইনবাবগঞ্জ আবদু্ল্লাহ অটো রাইস মিলকে ২ কোটি ৫০ লাখ, ভাই ভাই অটো রাইস মিলকে ৫০ লাখ টাকা দেওয়া হয়।
দিনাজপুরের মোমেনা ইন্ডাস্ট্রি অটো ড্রাইয়ারকে ১ কোটি ৩৫ লাখ, মন্নু ডেইরি ফার্মকে ৪৮ লাখ, আশুগঞ্জের আবুল মালেক বয়লার অটো রাইস মিলকে ২২ লাখ, ময়মনসিংহ’র জনি অয়েল মিলকে ৫ লাখ, রাজশাহীর আরিফ রাইস মিলকে ৫০ লাখ, সেতাবগঞ্জের জারা ডেইরী ফার্মকে ১০ লাখ, পপুলার রাইস মিলকে ৯০ লাখ টাকা ঋণ দেওয়া হয়।
পাবনার আলহাজ্ব অয়েল মিলকে ৩০ লাখ, তাহেরপুরের জিলানী চাউল কলকে ৫০ লাখ, নওগাঁর রিফাত চাউল কলকে ৬৫ লাখ, কাশীনাথপুরের বিউটী অয়েল মিলকে ২৫ লাখ, রংপুরের সফুরা অটো রাইস মিলকে ২ কোটি ৫০ লাখ, জয়পুর হাটের শেখ চাউল কলকে ১৫ লাখ, ফরিদপুরের মেসার্স প্রবীর কুমার কুন্ডুকে ৩০ লাখ এবং যশোরের সজীব এগ্রো ফুড ইন্ডাস্ট্রিকে ৪ কোটি ৩২ লাখ টাকা ঋণ দেওয়া হয়।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ আলম সারওয়ার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সিরডাপ’র মহাপরিচালক ড. সেসেপ ইফেন্দি।
প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, আইএফআইসি ব্যাংক যদি এ ঋণ বিতরণের বিপরীতে বাংলাদেশ ব্যাংকের কাছে পুনঃঅর্থায়ন সুবিধা চায়, তাহলে সেটি ইতিবাচক ভাবে বিবেচনা করা হবে। বাংলাদেশ ব্যাংক কৃষি ও এসএমই খাতের উদ্যোক্তাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ দুটি খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও উদ্ভাবনের সমর্থনে বিশেষ অগ্রাধিকার দিয়ে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫