ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজনৈতিক পরিস্থিতির উন্নতি চায় বিশ্বব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
রাজনৈতিক পরিস্থিতির উন্নতি চায় বিশ্বব্যাংক অ্যানেট ডিক্সন

ঢাকা: বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পৌঁছাতে হলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। একই সঙ্গে বেসরকারি খাতে দীর্ঘ মেয়াদি সুবিধাও দিতে হবে।


 
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংক ভবনে গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে বৈঠক শেষে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন সাংবাদিকদের এসব কথা বলেন।
 
এ সময় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাটসহ পাঁচ জন প্রতিনিধি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী উপস্থিত ছিলেন।
 
সাংবাদিকদের অ্যানেট ডিক্সন বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও মুদ্রানীতির বিষয়ে গভর্নরের সঙ্গে আলোচনা হয়েছে। কথা হয়েছে বেসরকারিখাতের অর্থায়ন প্রসঙ্গেও।
 
‘এছাড়া সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, তারা বলেছেন-রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। ফলে তা অর্থনীতিতে প্রভাব ফেলবে না,’—বলেন তিনি।

এক প্রশ্নের উত্তরে অ্যানেট ডিক্সন বলেন, বিশ্বব্যাংকের চলমান প্রকল্পের বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। নতুন কোন কোন খাতে সহায়তা দেওয়া যায় তা খুঁজে দেখছি। কি ধরনের সুযোগ-সুবিধা দেওয়া যায় তা দেখার জন্যই আমরা বাংলাদেশে এসেছি।
 
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্ব ব্যাংকের কোনো পরমর্শ আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, সরকারের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমাদের পরামের্শের মূল জায়গাটা ছিল পরিস্থিতি উন্নয়নে সহযোগিতা করা।
 
বাংলাদেশকে মধ্য আয়ের দেশে যেতে যে ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধি দরকার তার জন্য পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। একই সঙ্গে আর্থিকখাতে যে সংস্কার কর্মসূচি আছে তার বাস্তবায়ন করতে হবে।
 
বেসরকারি খাতে দীর্ঘ মেয়াদি অর্থায়ের সুবিধা বাড়ানো প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বেসরকারি খাতের উন্নয়নে দীর্ঘ মেয়াদি অর্থায়ানের সুযোগ বাড়তে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপগুলো কাজ লাগবে বলে আমরা আশা করছি।
 
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫, আপডেট ১৭২৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।