ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আখের অভাবে বন্ধ নর্থ বেঙ্গল সুগার মিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
আখের অভাবে বন্ধ নর্থ বেঙ্গল সুগার মিল ছবি: ফাইল ফটো

নাটোর: আখের অভাবে বন্ধ হয়ে গেছে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের উৎপাদন।

পর্যাপ্ত আখের সরবরাহ না থাকায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।



নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মাহবুবর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মিল সূত্র জানায়, চলতি ২০১৪-১৫ মৌসুমে আখের ফলন হ্রাস, দেরিতে মাড়াই শুরু এবং মিলে আখ সরবরাহের বদলে   ক্রাশারে (স্থানীয় উদ্যোগে) আখ মাড়াই করে গুড় তৈরি করে বিক্রি অধিক লাভজনক হওয়ায় চাষিরা মিলে পর্যাপ্ত আখ দেয়নি। এতে মিলের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

চলতি মৌসুমে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ ৪০ হাজার মেট্রিক টন। ১৫২ কর্মদিবসে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১৮ হাজার ৫০০ মেট্রিক টন। চিনি  আহরণের হার ছিল শতকরা প্রায় আট ভাগ।           

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মাহবুবর রহমান আরো জানান, এ বছর ৮৭ কর্মদিবসে এক লাখ ৪১ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে চিনি উৎপাদিত হয়েছে ১০ হাজার ১৩০ মেট্রিক টন। চিনি আহরণের হার শতকরা সাত দশমিক ১৮ ভাগ।

এদিকে, মিলে প্রায় ৮৯ কোটি টাকার চিনি এখনো অবিক্রিত রয়েছে। অন্যদিকে প্রতিকেজি চিনির উৎপাদন খরচ ৭৫ টাকা হলেও ৩৫ টাকা কমে ৪০ টাকা দরে বিক্রি করায় মিলটিকে  প্রায় ৩৬ কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।