ঢাকা: কৃষকের বিরুদ্ধে ঋণ খেলাপী হওয়ায় দায়ের করা সার্টিফিকেট মামলা থাকলেও সমঝোতার মাধ্যমে নতুন করে ঋণ দেওয়া যাবে কৃষককে।
এ বিষয়ে মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি’২০১৫) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, কোনো কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা চলাকালীন সময়ে গ্রাহকের সঙ্গে সমঝোতার (সোলেনামা) মাধ্যমে ওই মামলা নিষ্পত্তি বা উত্তোলন করে ঋণ পুনঃতফসিল করা যাবে।
আরও বলা হয়েছে, স্বল্প মেয়াদী কৃষি ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সর্ম্পকের ভিত্তিতে ডাউন পেমেন্ট গ্রহণের শর্ত শিথিল করা যাবে। বিশেষ ক্ষেত্রে বিনা ডাউন পেমেন্টেও ঋণ পুনঃতফসিল করা যাবে।
ঋণ পুনঃতফসিলের পর নতুন করে গ্রাহককে স্বল্প মেয়াদী কৃষি ঋণ দেওয়া যাবে। এক্ষেত্রে নতুন কোনো জমা ব্যতিরকেই পুনঃতফসিল পরবর্তী নতুন ঋণ সুবিধা দেওয়া যাবে।
বাংলাদেশের জাতীয় অর্থনীতি ও কৃষিখাতের অপরিসীম গুরুত্ব বিবেচনা করে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষি বান্ধবনীতি বাস্তবায়ন এবং কৃষি ঋণ আদায়কল্পে কেন্দ্রীয় ব্যাংক এরুপ ঋণ পুনঃতফসিলের সিদ্ধান্ত নিয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫