ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. খায়রুল হোসেনের সঙ্গে বৈঠক করেছেন নিউজিল্যান্ডের অধ্যাপক ড. টনি ভ্যান জিজিল।
ড. টনি ভ্যান ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিজনেস স্কুলের অধ্যাপক।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিএসইসি’র সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমে ড. টনি ভ্যান তার বক্তব্য তুলে ধরেন। এরপর বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান বাংলাদেশের অর্থ বাজারের ওপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
বৈঠকে বাংলাদেশের পুঁজিবাজার সংক্রান্ত সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের অর্থনীতি বিশেষ করে পুঁজিবাজার উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো টনি ভ্যানকে জানানো হয়।
পাশাপাশি তার কাছে পরামর্শ চাওয়া হয় পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সে বিষয়ে। এসময় ড. টনি ভ্যান নিউজিল্যান্ডের অভিজ্ঞতা বর্ণনা করেন।
এছাড়া পুঁজিবাজার উন্নয়নে ভবিষ্যতে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি এবং বিএসইসি’র মধ্যে সহযোগিতা কীভাবে আরও বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ড. খায়রুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে বিএসইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫