ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে এক কোটি টাকার ওপরে বকেয়ার কর-মামলা সচল হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
মঙ্গলবার বিকালে (২৪ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে মাসিক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।
নজিবুর রহমান বলেন, ১৫ মার্চের মধ্যে আয়কর, কাস্টমস ও ভ্যাটের মামলা সচল করতে প্রত্যেক কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
বকেয়া আদায় সম্পর্কে চেয়ারম্যান বলেন, আয়করসহ তিন বিভাগে প্রায় ২৬ হাজার কোটি টাকা রাজস্ব বকেয়া মামলা আটকে রয়েছে।
ইতোমধ্যে এসব মামলার বকেয়া আদায়ে বিচ্ছিন্নভাবে উদ্যোগ নেওয়া হয়েছে বলে আদায় সম্ভব হয়নি- জানান তিনি।
তিনি বলেন, এসব মামলা শেষ করে বকেয়া আদায়ে ‘আইনি সমাধান’ তৈরি করা হয়েছে। প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার মাধ্যমে এসব মামলা শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রাজস্ব বাড়াতে উপজেলা পর্যায়ে আয়কর মেলা করা হবে জানিয়ে চেয়ারম্যান বলেন, ডিসিসিআই ও বিভিন্ন বণিক সমিতির সহায়তায় এবছর থেকে মেলা করা হবে।
আগে উপজেলা পর্যায়ে সাংগঠনিক কাঠামো দুর্বল থাকায় মেলা করা সম্ভব হয়নি। এবছর থেকে মেলা করতে এনবিআর সক্ষম।
গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করা হচ্ছে জানিয়ে নজিবুর রহমান বলেন, গোয়েন্দা প্রতিষ্ঠানগুলোকে যত বেশি শক্তিশালী করা হবে তত বেশি রাজস্ব আদায় হবে।
করদাতাদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বিনির্মাণে বোর্ড অঙ্গীকারবদ্ধ। কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেলে জিরো টলারেন্স দেখানো হবে বলে হুঁশিয়ার করে দেন চেয়ারম্যান।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫